আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি)
জাতীয় দৈনিক আজকের পত্রিকার গাজীপুর শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক রাতুল মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আশরাফুল আলম সরকার বলেন এটা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং একজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করবেনএটাই স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাতিক রাতুল মন্ডল যারা করেছেন তাদের শাস্তির দাবি জানান তিনি ও নির্বাহী সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হোন সাংবাদিক রাতুল মন্ডল। যে বা যাহারা সাংবাদিক রাতুল মন্ডলের উপর হামলা করছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক আল -আমিন, বিএ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, অতএব সাংবাদিকদের কাজে বাধা প্রধান করলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ। এ বিষয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক একুশের বাণী শ্রীপুর প্রতিনিধি মহসিন মিয়া শাহিন বলেন রাতুল মন্ডলের উপর হামলার ঘটনায় যারা জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া উচিৎ, যাতে করে জীবনে আর কোন দিন সাংবাদিকদের উপর হামলা করতে না পারে।