স্টাফ রিপোর্টার-
নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজের পিতা ব্যবসায়ী কোকিল উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় নওহাটা সরকারি ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে নওহাটা আলিয়া মাদ্রসার কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম কোকিল উদ্দিন জানাজায় অংশনেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্রাক্তন ডিআরআরও আমিনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল।আরো উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, অধ্যক্ষ কাউছার আলী, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, কাটাখালি পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, জেলা যুবলীগ সাবেক সভাপতি আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মহানগর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, আওয়ামী লীগ ফারুক হোসেন ডাবলু, আবদুল মাননান, আজিজুল হক, কামরুল হাসান, মফিদুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু, ফরিদুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, সাইদ আলী মোরশেদ, শাহাদাৎ হোসাইন সাগর, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন সাব্বির প্রমুখ।
এর আগে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বাংলাদেশ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত