আত্রাই উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে মানব পাচার মামলার আসামিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (মিধু), আত্রাই উপজেলার ব্রজপুর বয়রা পাড়া গ্ৰামের উজ্জল চৌপদার ও চঞ্চল চৌপদার উভয়ের পিতা মৃত আফজাল হোসেন এবং মৃত সোলাইমান মিনার ছেলে সিরাজ মিনা।
এসআই ফিরোজ আহম্মেদ জানায়, মানবপাচার আইনের মাসুম রানা কোটে মামলা করে, এবং গত ২২শে অক্টোবর আত্রাই থানায় মামলা রুজু হয়েছে। সেই মামলার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নাটোর জেলার বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত