নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাটে নৌ পুলিশ ও সাংবাদিকের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা ইলিশ সহ একটি লঞ্চ আটক করার পরে সেই মা ইলিশ গুলো অবশেষে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪শে অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মসজিদের ঈমাম সহ স্থানীয় গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ওই মা ইলিশ গুলো নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের সমন্বয়ে বিতরণ করা হয়।
এসময় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ লুৎফর রহমান, এসআই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র অফিসার মোঃ মাহবুব আলম, সাংবাদিক ডিউক, সাংবাদিক শেখ এম জাফরান হারুন, সাংবাদিক তৌহিদুল ইসলাম ও সাংবাদিক সাগর সহ অনেকে উপস্থিত ছিলেন।
এবিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, লঞ্চ সহ আটক হওয়া সেই মা ইলিশ গুলো কোর্টের নির্দেশক্রমে বিতরণ করা হয়েছে। আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কালাইয়া নৌ পুলিশ ও সাংবাদিকের অভিযানে কালাইয়া লঞ্চঘাটে দুই বস্তা মা ইলিশ সহ এম এল প্রিন্স অব কালাইয়া-১ নামে একটা লঞ্চ আটক হয়। পরে লঞ্চের বিরুদ্ধে ও মাছের সাথে আটক হওয়া লঞ্চের সুকানির বিরুদ্ধে মামলা দায়ের করে নৌ পুলিশ। এবং মা ইলিশ গুলো জব্দ তালিকায় রাখা হয়।