স্টাফ রিপোর্টার:
দেশী-বিদেশি ষড়যন্ত্রকে রুখে দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হলে একাত্তরের চেতনায়, মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল শক্তির ঐক্যের কোন বিকল্প নাই জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে গণতন্ত্রী পার্টির নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ সিকদার কথা বলেন।
গণতন্ত্রী পার্টির উদ্যোগে ২১ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে “মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে ঐকবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টি (জেপি) এর মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী।
আরো বক্তবয় রাখেন ১৪ দলের শরীক কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, মজদুর পার্টির সাধারন সম্পাদক কমরেড মোঃ বদরুদ্দোজা চৌধুরী, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, ন্যাপ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমেদ, এড. ফুয়াদ হোসেন, কমল ঘোষ, শফি রেজা নূর, মিরাজুল ইসলাম, হরিপ্রসাদ মিত্র, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী।
জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, যারা বলতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তারাও আজকে বাংলাদেশকে নিয়ে আগ্রহী। জাতির জনকের বৈদেশিক নীতির সবার সাথে বন্ধুত্বের নীতি অনুসরণ করাই মূল লক্ষ্য। আজকে আমরা তার কন্যার নেতৃত্বে অর্থনৈতিক সফলতা অর্জন করছি। সে জন্যই বিদেশী শক্তি আজ আমাদের উপর নজর ফেলেছে। চলমান প্রগতির ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক ছাত্রনেতা ও সফল মন্ত্রী কমরেড. রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আমাদের অহংকার। বঙ্গবন্ধু কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের ডাক দেওয়ায় দল-মত নির্বিশেষে সকলেই মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বিচ্যুতি হওয়ায় আজ নানা অনিয়ম, অবৈধ অর্থ পাচার ও বিশৃঙ্খলা শুরু হয়েছে।
সভাপতি অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ শিকদার সর্বশেষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে দেশের আকাশে বর্তমানে যে কালো মেঘ দেখা যাচ্ছে তা দূর করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণ করতে হলে সকল প্রগতিশীল শক্তিকে ৭১’র চেতনায় ঐক্যের এবং ত্যাগের যে অমিত শক্তি সেটির উপর নির্ভর করে এগোতে হবে। সভাপতি মহোদয় সর্বশেষ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত