মোহাম্মদ আশরাফুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধি
গাজীপুরে শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে উক্ত ঘটনাটি উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হা-মিম নামক পোশাক কারখানার পাশে ঘটে থাকে তারপর পোশাক কারখানার পাশ থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মো, আ,রাজ্জাকের ছেলে মিলন, ও মুলাইল গ্রামের মো, সাইজুদ্দিনের ছেলে মো,সোহেল ও মো,জুয়েল রানা।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ৯টার দিকে কয়েক ব্যক্তি হা-মিম পোশাক কারখানার পাশের একটি দোকানের সামনে বসে লুডু খেলছিল। এ সময় ওই তিন যুবক এসে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে তাদের ভিডিও ধারনের পর টাকা দাবি করে। ওদের কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ -এ ফোন করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ১২ টার দিকে পুলিশ ওইখান থেকে তাদের আটক করে।
রাতেই তাদের শ্রীপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত