সম্পাদকীয় প্রতিবেদন(ইসমাইল হোসেন সৌরভ)
বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে এ বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে আজ থেকে ৫ বছর আগে মোস্তফা কামালের চিন্তার ফল স্বরূপ দি ইনভিন্সিবল ৯/১১ গ্রুপ তৈরি হয়।আর তার বীজ বপন করা হয়েছিলো এসএসসি ২০০৯ এবং এইচএসসি ২০১১ সালের সারাদেশ ব্যাপি পরীক্ষার্থীদের নিয়ে।
হারিয়ে যাওয়া সব বন্ধুদের খুঁজে পাওয়া যায় এই গ্রুপ থেকে। ৬৪ জেলায় ছড়িয়ে থাকা সব বন্ধুরা পেয়েছে একটি ছায়াতল যেখানে সবাই এসে মিলিত হতে পারে বন্ধুত্বের দাবি নিয়ে। এরই মধ্যে এ গ্রুপে মেম্বার তথা বন্ধুদের সংখ্যা লক্ষাধিক। যত দিন যাচ্ছে আর নতুন নতুন মুখের উদয় হচ্ছে।শক্তি দিন দিন বেড়েই চলেছে এ গ্রুপের।এ গ্রুপের মূল উদ্দেশ্য হলো বন্ধুর সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া।নিজেদের ভিতর কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলের মুখে হাসি ফোটানো।গরীব দুখীর পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ গুণাবলীর একটি।১৩ অক্টোবর ২০২৩ তারিখে সকালের সূর্য উদয় হয়ে তেজ বাড়তে বাড়তে দলে দলে সবাই উপস্থিত হতে থাকে কাওরান বাজারের পার্শ্ববর্তী টিসিবি ভবনের অডিটোরিয়ামে।
নানা রঙে রঙ্গিন করা হয়ে ছিলো পুরো প্রাঙ্গন।সবাই একই কালারের টি সার্ট পরিধান করে ছবি তুলতে পাগল হয়ে যায়।কেউ বা আবার খুনসুটি তে মেতে ওঠে। কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর পর নানা গল্প, কবিতা, কৌতুক, আর জনপ্রিয় কন্ঠ শিল্পী সুজন আহমেদ,সুবর্না আক্তার প্রমুখ শিল্পীদের গানে গানে সকলের মন আনন্দে ভরে ওঠে।
এ সময় সাংবাদিক সৌরভ আহমেদ বলেন বাংলাদেশে বন্ধুদের নিয়ে এমন মিলনমেলা শুধু ৯/১১ ব্যাচেই চোখে পরে প্রতি বছর।তিনি বলেন আমরা সবাই একই মায়ের সন্তান।
দুপুরে বাহারি খাবারের আয়োজন ছিলো সকলের ভূরিভোজের।অনুষ্ঠানের আয়োজকরা এ সময় অনেক গুনীজনদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরন করেন।উৎসব মুখর পরিবেশে গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে সকলেই আনন্দিত। রাজধানী ঢাকা সহ সারাদেশে এবং দেশের বাহিরে এ দিনটি উদযাপন করা হয় নানা আয়োজনে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এশিয়ান টিভি ও দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত