এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণিত হবে বলে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। এটা সারা বিশ্বে এক দৃষ্টান্ত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ফেসবুক আইডি দিয়ে তিনি ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ এবং পোস্টের নিচে তিনি আরও লিখেন যে ' মন্তব্য না করার জন্য অনুরোধ করছি' লিখে পোস্ট করেন যা খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। যে পোস্ট দেখে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেন।
কিন্তু এদিকে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এমন দাবি জানিয়ে তিনি একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার কারনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মীরা ওই পোস্টের নিন্দা জানিয়ে আবদুল মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেন এবং প্রকাশ্যে মন্তব্য তুলে ধরেন।
এবিষয়ে আব্দুল মোতালেব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমি আমার রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সঙ্গে বিএনপি ও জিয়া পরিবার সরাসরি জড়িত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি বিএনপি নেত্রীর জন্য যে মায়াকান্না ও আইন পরিবর্তন করে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। যা সংগঠন বিরোধী বক্তব্যের শামিল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এবিষয়ে বলেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য। এর দায় আওয়ামী লীগ নেবে না।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত