মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পলাশী ইউনিয়নের রথের পাড় গংগাচ আশ্রম বুধবার রাত ৮ টায় পরিদর্শন করেন তরুণ জননেতা মমতাজ আলী শান্ত।
গংগাচ আশ্রমের বিভিন্ন সমস্যার কথা বলেন এলাকাবাসী। গীতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সমাজসেবক কংশ রায় বলেন, আমরা তো সবাইকে দেখলাম একবার না হয় দানবীর মমতাজ আলী শান্তকে ভোট দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করি। তার দানের হাত সব সময় উজার থাকে। সে কখনো কাউকে ফিরায় না। সবাইকে সে সমান ভাবে দেখে। আসন্ন নির্বাচনে আমরা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
এলাকার সমাজ সেবক নুরল হক বলেন, অনেক দলীয় নেতা ভোটের আগে বলেন এটা কাজ ভোটের পর করে দিবো, বাজেট হয়ে গেছে, আরো নানান কথা কিন্তু তারা নিজের পকেট থেকে তো দুরের কথা সরকারি বাজেটও দেয় না। কিন্তু মমতাজ আলী শান্ত ভাই কোনও বাকি রাখেন না তার যতটুকু সামর্থ তিনি ততোটুকু নগদ দান করেন। আমরা সবাই মমতাজ আলী শান্তকে ভোট দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করবো।
মমতাজ আলী শান্ত বলেন, আমি কেনো নির্বাচন করবো, আমি একদিন এলাকার উন্নয়নের স্বার্থে জেলা পরিষদে চিঠি দিছলাম কিন্তু কাজ হয় নাই। তাই আমি আমার ছোট ভাই কে জেলা পরিষদের সদস্য পথে নির্বাচন করাই এবং সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা পরিষদের সদস্য হয়। আমি আপনাদের কষ্টের কথা ভেবে এবার সংসদ নির্বাচনে দাঁড়াবো। আপনাদের আশ্রমের বিভিন্ন সমস্যা আমি দেখিছি ইনশাআল্লাহ আমার স্বাদ্ধ মতো আজকে দিয়ে যাবো। স্বাধীনতার ৫২ বছর গেলেও আমাদের আদিতমারী- কালিগঞ্জের কোনও উন্নয়ন হয় নাই। অনেক জনপ্রতিনিধিদের বাড়িতে যাইতে যাইতে আপনারা আপনাদের পায়ের জুতা ছিঁড়ে ফেলেছেন। তার পরও তারা বলেছেন দেখবো এলা, দিবো এলা, হবে এলা, কিন্তু এখনো হয় নাই। আমি তা করি না আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সঙ্গে সঙ্গে দিয়ে যাই। আমার থেকে কোনও যোগ্য ও ভালো ব্যাক্তি পান তাহলে তাকে ভোট দিবেন। আমি যদি সংসদ সদস্য নাও হতে পারি তার পরও সারাজীবন আপনাদের সেবা করে যাবো। দোয়া ও সব সময় পাশে থাকবেন। আপনারা যেদিন ছাদ ঢালাই দিবেন সেদিন আমার কাছ থেকে ৫০ বস্তা সিমেন্ট নিবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত