মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:
গদাইপুর বাজার সিসি ক্যামেরার আওতায় নিয়ে চুরির ভয় আর টেনশন দুর করতে আজই CCTV ক্যামেরা,
ঐতিহ্যবাহী গদাইপুর বাজার কে উজ্জীবিত করার উদ্যোগে আজ আমরা সত্যিই আনন্দিত, কেননা আজ ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ,০৪/০৯/২০২৩ তারিখ রোজ সোমবার রাত ৮ - ৩০ মিনিটে নিজেই গদাইপুর বাজার মোড় এসে সিসি ক্যামেরাগুলো নিজে দাঁড়িয়ে থেকে লাগাচ্ছেন ।
চুরির ভয় আর টেনশন দুর করতে আজই CCTV ক্যামেরা, আর
পাশাপাশি রেকর্ড চেক করে অনাকাঙ্খীত ঘটনা বের করতে পারবেন
তিনি আরো বলেন কোন কিছু ঘটনা ঘটলে ইউনিয়ন পরিষদে গেলে ভিডিও ফুটির সহ রেকর্ড পাওয়া যাবে,ও বের করে দিবেন ।
চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া ) আরো বলেন আমি মুক্তির মোড় হইতে গদাইপুর মারকাজ মসজিদ ও এতিমখানা দাখিল মাদ্রাসা হইতে তিনি নিজেই বলেন রোড পোস্ট লাইফ দিয়ে গদাইপুর বাজারসহ আমি আলোকিত করে দিব উপস্থিতি ছিলেন অনেক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত