নাঈম ইসলাম,কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ রুবেল মিয়া (৩৬), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
শুক্রবার ৪ আগষ্ট সন্ধার সময় কটিয়াদী উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খেতামারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ জানায় শুক্রবার ৪ আগষ্ট সন্ধায় কটিয়াদী মডেল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ দুলাল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হেফাজতে থাকা সাদা বস্তার ভিতরে স্কচ স্টেপ দ্বারা পেচানো ১০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক সন্ধায় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহ আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ -এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত