আশিকুর রহমান (রিয়াদ)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাধীন ৭নং মাধাইনগর ইউনিয়নের সড়াতলা – মাধাইনগর বাজার মাত্র ৪কিলোমিটার আর এই রাস্তার বেহাল দশা এই আঞ্চলিক রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পরেছে। যুগযুগ ধরে এই রাস্তা ভাঙ্গাচোরা ও কাঁদা পানিতে ভরপুর। আঞ্চলিক রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে জনসাধারণের চলাচলের দুর্ভোগের চিত্র।
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সাবেক এমপি মরহুম গাজী ম,ম আমজাদ মিলন সাহেব সড়াতলা থেকে মাদারজানি পর্যন্ত দুইবার ইটের সলিং হেরিংবম রাস্তার ভিত্তিপ্রস্থ স্থাপন করেন। কিন্তু মাদারজানি পর্যন্ত সম্পন্ন রাস্তা না করায় ইটের রাস্তা ও কাঁচা রাস্তার এই অবস্থায় এলাকাবাসী দূর্ভোগে পড়েছে।
বিশেষ করে মাদারজানীতে অবস্থিত কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ছয় হাজার মানুষ চিকিৎসা সেবা ও শিশুরা স্কুলে আসতে সমস্যার সম্মুখীন হয়। এছাড়াও এলাকার মানুষ কৃষিকাজ ও মৎস্যচাষ শিক্ষার্থীরা স্কুল- কলেজে যেতে যানবাহন চলতে কাদা নিয়ে যেতে হয়।
সরাতলা- মাধাইনগর এই আঞ্চলিক রাস্তা দিয়ে চলাচল করেন, শুভার,মাদারজানী,ঠাকুরপুকুর,সরাপপুর,ভিকমপুর মাধাইনগর সহ ইউনিয়নের পূর্বাঞ্চলের জন সাধারণ। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই রাস্তা।
এলাকাবাসি রাস্তাটি পাকাকরনের জোর দাবি জানিয়েছেন।