1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ মারছে ইসরাইল! ব্রাক্ষণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এ-র উদ্যোগে ঈদ পুর্ণমিলনী বরগুনা সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় একজন গ্রেফতার এবারে পরিকল্পিতভাবে ডোমারের সিনিয়র সাংবাদিক রাজাকে হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে হামলা ইউএনও নাজমুল হক সুমনের অনিয়ম ও দূর্নীতি – ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা আপন ভাই ও ভাইয়ের পরিবারের ওপর অত্যাচারের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী দিলেন এড. নূরুল ইসলাম ফাহিম শৌলমারী ইউনিয়নে ১ নং ওয়ার্ডে স্বনামধন্য পরিবার আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার

আলমগীর হোসেন হত্যার এক বছর পর রহস্য উদঘাটন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৭১ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের আলমগীর হোসেন (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার, হত্যাকাণ্ডের শিকার দেহাবশেষ হাড়গোড়, মাথার চুল, মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড় উদ্ধার এর উপর লালমনিরহাট জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা পুলিশ এ প্রেস ব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আলমগীর রহমানসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠকৃর্ত প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গত ইং-১৩/০৭/২০২২ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের জনৈক আলমগীর হোসেন (৪০), পিতা-জহর উদ্দিন নিজ এলাকা সিরাজুল মার্কেট হইতে নিখোঁজ হয়। এই সংক্রান্তে কালীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়। পরবর্তীতে নিখোঁজ ব্যক্তির ভাই সাদ্দাম হোসেন (৩৭) মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আঃ আজিজ ড্রাইভার @ আজিজুল শেখ মোবাইল ফোনে মামলার বাদীর সহিত আলমগীরকে অপহরন ও হত্যার বিষয়ে বিস্তারিত কথা বলে, যাহা বাদী অডিও আকারে রেকর্ড করে। পরবর্তীতে মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আঃ আজিজ ড্রাইভার @ আজিজুল শেখ এর মোবাইল ফোনের অডিও রেকর্ড প্রাপ্ত হয়ে পর্যালোচনা করতঃ বাদী বিজ্ঞ আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। বাদীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশে অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা লালমনিরহাট কালীগঞ্জ থানার মামলা নং- ০৭, তাং-১০/০৭/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬৪/১১৪ পেনাল কোড রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ)/মোঃ নুরুজ্জামান গত ইং-১২/০৭/২০২৩ খ্রিঃ তারিখ মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ মনারুল ইসলাম (৩৫), পিতা-ছই আমিন, গ্রাম-জয়রাম ওঝা, উপজেলা গংগাচড়া, জেলা-রংপুর, ২। মোঃ সেকেন্দার আলী (৬৫), পিতা-মৃতঃ আব্দুল শেখ, গ্রাম-রামদের হাজীপাড়া, উপজেলা-আদিতমারী, জেলা-লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার পূর্বক মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এমতাবস্থায়, মামলার তদন্তকারী অফিসার মামলার বাদী কর্তৃক দাখিনীয় মামলার বাদী ও এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আঃ আজিজ ড্রাইভার এর মোবাইল ফোনের অডিও রেকর্ড প্রাপ্ত হয়ে পর্যালোচনা করেন। পরবর্তীতে গত ইং-১৯/০৭/২০২৩ তারিখ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আঃ আজিজ ড্রাইভার @ আজিজুল শেখ (৩০), পিতা- মৃত সেলিম শেখ @ সলিম শেখ, সাং-গাংগোহাটী মোল্লাপাড়া, ৭নং ওয়ার্ড (৬নং সোলাবাড়ী ইউনিয়ন), থানা- আতাইকোলা, জেলা-পাবনা, বর্তমান সাং-মধবপুর, গাজীপুরকে রংপুর মহানগর এর মাহিগঞ্জ থানাধীন রঘুবাজার এলাকা হতে গ্রেফতার পূর্বক তাকে মামলার বিষয়ে নিবিড় ভাবে। জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার ভায়রা মৃত আঃ সাভার এজাহার নামীয় আসামী সেকেন্দার, নাজির হোসেন, আশরাফ চোর, মনারুলসহ আরো অনেকের পরস্পর যোগসাজসে আসামী নাক্সির এর মাধ্যমে কৌশলে মামলার ভিকটিম আলমগীর হোসেন (৪০) কে তাহার ব্যবহৃত মোটরসাইকেলসহ আদিতমারী থানাধীন রামদের সাকিনের এজাহার নামীয় আসামী মোঃ সেকেন্দার আলীর বাড়ীতে নিয়া যায়। তারা মামলার ভিকটিম আলমগীর হোসেনকে নেশা জাতীয় দ্রব্য খাওয়াইয়া অজ্ঞান করিয়া আসামী মোঃ সেকেন্দার আলী (৫৫), পিতা- মৃতঃ আব্দুল শেখ, গ্রাম- রামদের হাজীপাড়া, উপজেলা-আদিতমারী, জেলা লালমনিরহাট এর বাড়ী সংলগ্ন বাঁশ ঝাড়ের পার্শ্বে খালে পুতিয়া রাখে। পরবর্তীতে উপরোক্ত মৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আঃ আজিজ ড্রাইভার @ আজিজুল শেখ কে জিজ্ঞাসাবাদ ও তার স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন রামনের হাজীপাড়া (পলাশী ইউনিয়ন) গ্রামস্থ মামলা এজাহার নামীয় ধৃত আসামী মোঃ সেকেন্দার আলী এর বাড়ী সংখ্যা বাঁশ ঝাড়ের পার্শ্বে খালে পুতিয়া রাখা অবস্থায় অপহৃত মৃত আলমগীর হোসেন (৪০) এর দেহাবশেষ হাড় গোড় মাথার খুলিসহ বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়। এ সংক্রান্তে উদ্ধারকৃত প্রাপ্ত দেহাবশেষ হাড় গোড়, মাথা চুল, মাথার খুলি ময়না তদন্তের জন্য বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর মর্গে প্রেরণ করিয়া ময়না তদন্ত সহ ভিকটিমের ডিএনএ নমুনা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার ধৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম @ আর আজিজ ড্রাইভার @ আজিজুল শেখ (৩০), দ্বয়কে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবন্ধ করার জন্য চালান মোতাবেক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ আমলী আদালত, লালমনিরহাট এ সোপর্দ করা হয়। আসামী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের ইচ্ছা পোষণ করলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাহার ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত ও মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং