মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
পাওনা টাকা চাওয়ায় লালমনিরহাটে এক সাংবাদিকের ছেলে ও ভাতিজাকে পেটালেন চিহ্নিত মাদক ব্যবসায়ী দুইভাই। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে সাংবাদিকের ছেলে ও ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাট শহরের বড় মসজিদ সংলগ্ন ষ্টেশন রোডস্থ এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগে জানা যায়, দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এসআর শরিফুল ইসলাম রতন। তিনি পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। সাংবাদিক রতনের ছেলে লিপু'র সাথে পৌর শহরের ৩নং ওয়ার্ডের সাহেবপাড়া মৃতঃ চান্দু মিয়ার ছেলে ও এলাকার চিহ্নিত একাধিক মাদক মামলার আসামী পারভেজ ওরফে পেমপো (৩৭) ও তার ভাই সাগর মিয়া (৩৩) টাকা পয়সার লেনদের বিরোধ চলে আসছিল।
শনিবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাট শহরের বড় মসজিদ সংলগ্ন ষ্টেশন রোডস্থ এলাকায় সাংবাদিক রতনের ছেলে লিপু ও তার চাচাতো ভাই রহিম মিলে পাওনা টাকা চাওয়ায় পারভেজ ওরফে পেমপো ও তার ভাই সাগর মিয়া পূর্ব পরিকল্পিত ভাবে অম্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনকি মারমুখি আচারণে বাঁধা দেয়ায় লোহার পাইপ ও কাঠের লাঠি দিয়ে লিপু ও রহিমকে ব্যাপক মারপিট করায় দু'জনের শরীরে ছেলাফুলা জখম সৃষ্টি হয়। এমনকি লিপুকে মাটিতে ফেলে বুকের উপর বসিয়া হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে প্যান্টের পকেট থাকা ১৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেন।
ওই সময় জরুরী পুলিশ সেবায় ৯৯৯ নম্বরে ফোন করিলে লালমনিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লিপু ও রহিমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। যার ভর্তির রেজি নং- ২১২৭৪/৫৯ ও রেজিঃ নং-২১২৭৭/৬১, তাং-২২/০৭/২০২৩।
এ ঘটনায় সাংবাদিক এসআর শরিফুল ইসলাম রতন বাদী হয়ে পারভেজ ওরফে পেমপো ও তার ভাই সাগর মিয়ার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করেন।
অপরদিকে, দীর্ঘদিন ধরে পেম্পো সাহেরপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পেম্পো বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, জবরদখল, মাদক কেনাবেচা সিন্ডিকেট নিয়ন্ত্রণ, রেল কোয়ার্টার, জায়গা বেচাকেনা, চুরি-ডাকাতির মতো একাধিক মামলা আদালতে রয়েছে বিচারাধীন। এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসার কেউ প্রতিবাদ করলে তার হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়।
এদিকে, দীর্ঘদিন ধরে পেম্পোর ভাই সাগর মিয়াও সাহেরপাড়া এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১২ জুলাই ২০২১ তারিখে সদর পুলিশ ফাঁড়ীর একটি টিম বিডিআর গেট এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী সাগরকে ২৩ পুড়িয়া হেরোইন বিক্রি সময় আটক করেন। যার মামলা নং-২৩ তাং-১৩/০৭/২১। তার বিরুদ্ধে মাদক, চুরি-ডাকাতির মতো একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ জাহার পেয়েছি, খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত