এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল পৌরশহরের কুন্ডুপট্রিস্থাহ কালাইয়া-বাউফল সড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাউফল থানার কনেস্টবল তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে মানবতা নিয়ে পাশে দাড়িয়েছেন হাসিব আলম তালুকদার।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ওই পুলিশ কনেস্টবলের স্ত্রী’র কাছে উন্নত চিকিৎসার স্বার্থে দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে সহায়তার ১লক্ষ ৫০ হাজার অর্থ প্রদান করেন।
হাসিব আলম তালুকদার একজন বীর উত্তম সামসুল আলম তালুকদার এর সন্তান ও এভিআর গ্রুপের চেয়ারম্যান এবং পটুয়াখালী -২ বাউফল -১১২ আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি সবসময় এভাবে মানবিক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলছেন।
এবিষয়ে হাসীব আলম তালুকদার বলেন, আমার দাদা ও নানা দুজনই পুলিশে কর্মরত ছিলেন, আমি নিজে পুলিশ পরিবারেরই সন্তান। তাই পুলিশের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধাবোধ সবসময় আছে এবং থাকবে।