নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ থেকে আমাদের সংবাদ দাতা অবগত করেন যে গত ১৩ই মার্চ ২০২২ইং উপজেলা টুংগীবাড়ীর বালিগাঁও ইউনিয়নের প্রাক্তন ওয়ার্ড মেম্বার ও বিএনপির নেতা জনাব সাব্বির বেপাড়ী দোলনের আকর্ষিক উধাও বা নিখোজের ঘটনার সাথে জড়িত তাহার বান্ধবী মুসরাত জাহানের সন্ধানে গত ১৮/০৩/২০২২ ইং সকালে ৭/৮জন দূর্বৃত্ত বালিগাওঁস্থ নূরপুর গ্রামের বাড়ীতে হামলা ও পরিবারের উপর নির্যাতন এবং ভাঙ্গচুড় চালায়। এই ঘটনার ভিত্তিতে প্রতিনিধি স্থানিয় জনগনকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারে যে-পুলিশি তথ্য মোতাবেক সাব্বির বেপাড়ী দোলন বয়স আনুমানিক৪৫/৪৭ উক্ত সন্ধায় কুমারী মুসরাতকে মোটর বাইকে নিয়ে মুন্সিগঞ্জ সদর থেকে দুরবর্তি কোথাও চলে যাওয়ার বিষয় নিশ্চিত করেন। ফলে এলাকাবাসি ধারনা করছেন দোলনের পরিবার এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুসরাতের অভিভাবকের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে অবশেষে দলীয় সন্ত্রাসীদের দ্বারা বাড়ীতে হামলা ও তল্লাসি চালালে পরিবারে সদস্যরা পালিয়ে যায়।প্রতিনিধি এই ঘটনার বিষয় ভিকটিম দোলনের পরিবারের সাথে যোগাযোগে জানতে পারেন-তিনি অসুস্থ্য বড় বোনকে দেখতে উক্তদিন মুন্সিগঞ্জ সদর হাসপাতালে গিয়েছিল। কিন্তু মুসরাত নামের কোন মেয়ের সাথে তাহার এই ধরনের সম্পর্কের বিষয় কিছুই জানেন না বা কখনোই শুনেন নাই বিধায় নিশ্চিত হয়ে দাবী করেন যে-মুসরাতের বাড়ীতে আদৌ কোন হামলা/ তল্লাসির সাথে তাহাদের পরিবার কোন ভাবেই জড়িত নাই। যাহারপর প্রতিনিধি টুংগিবাড়ী থানায় যোগাযোগে জানতে পারেন যে-এই নিরুদ্দেশের ঘটনাকে কেন্দ্র করে দোলন ও মুসরাতের পরিবার থানায় সাধারন ডায়েড়ী লিপিবদ্ধ করেছে এবং আইন সংস্থা ঘটনাটির বাস্তবতা উৎঘাটনের লক্ষে অত্যন্ত গুরুত্বসহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিনিধি মুসরাতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে সর্ম্পূন ব্যার্থ হয়েছে তবে এলাকার কিছু লোকজন ধারনা করছেন যে-সামনে জাতীয় নির্বাচনের জন্য আইন সংস্থা পরিকল্পীতভাবে তাহাদের অপহৃরণ ও গুম করতে পারে। তবে আইন সংস্থা আশাবাদি যে, অতি-শিঘ্রই উভয়ের নিরুদ্দেশ বা আত্বগোপনের বাস্তবতা উৎঘাটনে সক্ষম হবে।